বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ে সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে। বুধবার স্বাস্থ্যসেবা বিষয়ে এ সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠিত হয়। ইউজিভি’র পক্ষে বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার’র পক্ষে ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. লোকমান খান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. ফরিদ আহমেদ ও সকল বিভাগের বিভাগীয় প্রধানগন এবং কর্মকর্তাগন উপস্তিত ছিলেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টার’র পক্ষে মার্কেটিং ম্যানেজার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে তাদের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।