করোনা সংক্রমণ মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের এমপি কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম। প্রতিমন্ত্রীর উদ্যোগে কর্মহীন মানুষের সুবিধার্থে দুটি হটলাইন চালু করা হয়েছে। নির্ধারিত নম্বরে ফোন করলেই পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য মাঠে নিয়োজিত রয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীমের এ ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজের নেতৃবৃন্দরা। বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু জানান, জনসমাগম থেকে করোনা বিস্তারের আশঙ্কা বেশি থাকায় প্রতিমন্ত্রীর নির্দেশে নতুন কৌশলে হটলাইন চালু করা হয়েছে। দুটি নির্ধারিত ফোন নম্বরে (০১৭১২-৯৫৫৩৬৭ ও ০১৫৫২-৬৫৫০৩৩) কল করে পরিচয় দিয়ে প্রয়োজনীয়তা জানানোর পর গুরুত্ব বিবেচনা করে কর্মীদের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। তিনি আরও জানান, ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ হটলাইনে ফোন দিয়ে সুবিধা নিতে পারবেন। প্রথমদিনেই সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া, সাহেবেরহাট ও চারকাউয়া এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। প্রতিজনকে ১০ কেজি করে চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ ও হাফ কেজি তৈল পৌঁছে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।