বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ২টার পর থেকে ভোট কেন্দ্রগুলোতে ব্যালটবক্স, সিল, অমোছনীয় কালী সহ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল জিনিস পৌছানোর কাজ শুরু হয়েছে। তবে ব্যালটপেপার শনিবার সকালে ভোট কেন্দ্রে পৌছানো হবে। এর আগে দুই পৌরসভা নির্বাচনে দায়িত্বরতদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. হারিছুর রহমান, বিএনপি’র মেয়র প্রার্থী মোহাম্মদ জহীর সাজ্জাদ, সংরক্ষিত ৯ জন ও সাধারণ কাউন্সিলর ২৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। এখানে ৮টি ওয়ার্ডের ৩৩ হাজার ৪ শত ৮ জন ভোটার ১১টি কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। অপরদিকে মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামাল উদ্দিন খান, বিএনপির মো. জিয়াউদ্দিন সুজন, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মো. জাহাঙ্গির হোসেন খোকন গাজী, সংরক্ষিত ১১ জন ও সাধারণ কাউন্সিলর ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। এখানে ৯টি ওয়ার্ডের ২৫ হাজার ৮ শত ৮৮ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নুরুল আলম বলেন, ইতোমধ্যে ভোট কেন্দ্রগুলোতে ব্যালটবক্স, সিল, অমোছনীয় কালী সহ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল জিনিস পৌছানোর কাজ শেষ হয়েছে। ব্যালট পেপারের অধিকতর নিরাপত্তার জন্য বরিশালের দুই নির্বাচনের ব্যালট শনিবার সকালে কেন্দ্রে পৌছানো হবে। এছাড়া আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।