বরিশাল নগরীর ব্যস্ততম এলাকা সদর রোডের পানচালী নামের এক খাবারের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় মেয়াদোত্তীর্ণ ও পণ্য বিবরনী না রাখার দায়ে পানচালী খাবারের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. শাহ আলম। জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানিয়েছেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।