বরিশাল টুডে ॥ ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধে মঙ্গলবার ঢাকা-বরিশালের মহাসড়কে পৃথক অবস্থান নেয় জেলা ও মহানগর বিএনপি।
অবরোধে মহা সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও নগরীতে যানবাহন চলচাল ছিলো স্বাভাবিক। নৌপথে লঞ্চ চলাচল করেছে। অফিস – আদালত খোলা ছিলো। জীবনযাত্রা ছিলো স্বাভাবিক।
বিএনপি’র পক্ষ থেকে সকালে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচী পালন করে নেতৃবৃন্দ ফিরে আসার পর আর কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি।