বরিশাল টু-ডে ॥ নিখোঁজের একদিন পর সোমবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে বিকৃত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মুখ মন্ডল ঝলসানোসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঐ গ্রামের বিশ্বজিত মন্ডলের পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী গনেশ মন্ডল (২৫) রবিবার রাত দশটার দিকে ঘর থেকে বাকাল হাটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি। অবশেষে গতকাল সোমবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশ্ববর্তী ইঙ্গুল ফকিরের ইরি-বোরো ধান ক্ষেতে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকৃত অবস্থায় নিখোঁজ যুবক গনেশ মন্ডলের লাশ উদ্ধার করে।