স্টাফ রির্পোটার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন।
বুধবার ( ৪ জুন) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাসস্ট্যান্ড, ঢাকা-বরিশাল মহাসড়কে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে প্রশাসন। মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ এবং শাকিল রোখসাইন।
বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বিভিন্ন পরিবহনে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য পরিবহনগুলোকে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় আইন ২০১৮ অনুযায়ী ৫ টি পৃথক মামলায় বিভিন্ন পরিবহনকে মোট ৫৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
বরিশাল বিআরটিএ ও ব্যাটালিয়ন আনসার অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন। ঈদ পূর্ব ও পরবর্তী যাত্রায় যাত্রীদের হয়রানি রোধে জেলা প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে ।