আসন্ন যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে আইন- শৃঙ্খলা রক্ষায় সভা


স্টাফ রিপোর্টার: চার্চে দর্শনার্থীদের সুবিধার্থে আর্মড ব্যান্ড পরে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। চার্চে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বরিশাল নগরবাসী ও বিভিন্ন পেশার মানুষের সহযোগিতা করার আহ্বান জানান পুলিশ কমিশনার জিহাদুল কবির।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে আসন্ন যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৩ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল ওয়ারেস এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম

এসময় তিনি বলেন, চার্চে দর্শনার্থীদের সুবিধার্থে আর্মড ব্যান্ড পরে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। চার্চে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বরিশাল নগরবাসী ও বিভিন্ন পেশার মানুষের সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত,পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের সহ মহানগর চার্চ/গীর্জার কমিটির সভাপতি-সেক্রেটারি ও বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।