গৌরনদীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো জনতা


গৌরনদী সংবাদদাতা: বরিশালে যুব সমাজের উদ্যোগে এলাকায় পাহারা বসিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের চারঘাটা যুব সমাজের সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরার জন্য পাহারা বসায়। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী হীরা মাঝির সহযোগী কটকস্থল গ্রামের আজিজ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল সরদার ও তারাকূপি গ্রামের সুনিল মণ্ডলের ছেলে শুভ মণ্ডলকে সাতশ’ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, আটকদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।