স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (২৬ শে সেপ্টেম্বর) সেলিব্রেশন পয়েন্ট মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতি বছরের নেয় ওয়ার্ল্ড ভিশন বরিশাল এরিয়া প্রোগ্রামের উদ্দোগে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে এ বছরও অনুষ্ঠিত হল এ বার্ষিক শিখন কর্মশালা। ওয়ার্ল্ড ভিশনের বরিশাল সিটি কর্পোরেশনের ৮টি কর্ম এলাকার ১২৫ জন মুসলিম, সনাতন ও খ্রিষ্টান ধর্মের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আপনাদের শিশুসুরক্ষা, শিশুশ্রম, বাল্যবিবাহ, নারী নির্যাতন বন্ধে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা বাংলাদেশ সরকার বা আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
এ ছাড়াও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে একটি সুখী সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে পবিত্র ধর্মের আলোকে বিগত বছরগুলোতে বিশেষ করে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ বন্ধ, শিশু শ্রম বন্ধ, মা ও শিশু স্বাস্থ্যের জন্য যে যে উল্লেখযোগ্য কাজ করেছেন তা তুলে ধরেন এবং ভবিষ্যতেও কাজের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রকাশ করেন।