নগরীতে প্লান বর্হিভূত ভবন নির্মাণ কাজ : কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিসিসি


স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর অর্ন্তভূক্ত মতাসার বাজার এলাকায় মেইন রোড সংলগ্ন প্লান বর্হিভূত ভবন নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় মো. মঞ্জুর আলী’র ছেলে মো. মনির হোসেন।

রবিবার বিকেলে (২৬ জানুয়ারী) সরেজমিন পরিদর্শনকালে এ তথ্যের সত্যতার মিল পাওয়া যায়। এমনকি প্লান বর্হিভূত ভবন নির্মাণ কাজ শুরু করার পর বিসিসি’র নির্দেশে কার্যক্রম স্থগিত রেখেছেন বলে স্বীকার করেছেন মো. মনির হোসেন।

বিসিসি সূত্রে জানা যায়, নগরীর ৩ নং ওয়ার্ড মতাসার বাজার সংলগ্ন এলাকায় নির্মাণ কাজ করিতেছেন মো. মনির হোসেন। তদন্তকালীন বিসিসির অনুমোদিত প্লান দেখাতে পারেননি। যা (স্থানীয় সরকার) সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৯২(৪) ধারা (৫ম তফসিল) ও ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ (খ) ধারা মোতাবেক অপরাধমূলক কাজ। এমতাবস্থায়, নির্মাণ কাজ বন্ধ রাখাসহ আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিসিসির অনুমোদিত প্লান দাখিল করার জন্য জানানো হয়েছে। নয়ত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. মনির হোসেন বলেন, ২০২১ সাল থেকে আমি বরিশাল সিটি কর্পোরেশনের শর্ত মেনে প্লান পাওয়ার জন্য আবেদন করেছি। সেই থেকে এখন পর্যন্ত একাধিক চালান কপি, এলওসি, ল্যান্ড সার্ভে প্রতিবেদন, হোল্ডিং ও পানি শাখার অনুমোদন সহ ৯ হাজার ২শ টাকা দিয়ে প্লান চালান কেটেছি। যার প্লান নং ৮১ (৩য় তলা)। সকল শর্ত মেনে আবেদন করার পরও রহস্যজনক কোন কারণে এখন পর্যন্ত আমি অনুমোদন পাইনি। আমার দুঃখ হয়, আমার পরে যারা জমি কিনেছে তারমধ্যে অনেকেই প্লান পাইছে। কিন্তু আমি পাইনি। যে কারণে ক্রয়কৃত মালামাল দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমি রড় দিয়ে কয়েকটি পিলার পুতেছি। এর বেশি কিছুই করিনি। আবার বিসিসি কর্তৃপক্ষ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সব কার্যক্রম স্থগিত করে রেখেছি।

এদিকে সিটি করপোরেশনের একাধিক অভিযোগে জানা যায়, সিটি করপোরেশনের নিয়ম ভঙ্গ করে রাতের আধারে কাজ করছে মনির হোসেন। অভিযোগ পেয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং কেউ আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

এলাকাবাসী জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা হেমায়াতের মদতে মনির হোসেন সিটি করপোরেশনের আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে কাজ অব্যাহত রেখেছে যা এলাকার পরিবেশ বিনষ্ট করছে। কেননা একজন আইন ভঙ্গ করলে অন্যানরাও আইন ভঙ্গ করার সুযোগ পাবে। তাই এলাকার সচেতন মহল দ্রুত কাজ বন্ধ সহ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

বরিশাল সিটি কর্পোরেশন রোড ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বরিশাল সিটি কর্পোরেশন কর্তপক্ষের বরাবর দুই ব্যক্তির লিখিত অভিযোগের ভিক্তিতে সরেজমিনে গিয়ে নির্মাণাধীন কার্যক্রমের বৈধ কাগজপত্র দেখতে চাইলে মনির হোসেন তা দেখাতে পারেনি। তাই আইনের নিয়ম অনুযায়ী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ সহ আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিসিসির অনুমোদিত প্লান দাখিল করার জন্য জানানো হয়েছে।