স্টাফ রিপোর্টার: নগরীর ভাটিখানা সড়কে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ দুলাল ফরাজী (৩২) কে আটক করা হয়।
গত বৃহস্পতিবার (০৪ জুলাই) রাতে ০৭ নং ওয়ার্ডস্থ ভাটিখানা সড়কে কাউনিয়া থানা পুলিশ এ অভিযান চালায়।
কাউনিয়া থানা পুলিশ জানায়, কাউনিয়া থানা পুলিশের কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরাফাত রহমান হাসান এর নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী (১) মোঃ দুলাল ফরাজী (৩২), পিতা-মৃত কাশেম ফরাজী কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপর সহযোগী ২) মো: কালু টিএন্ডটি কালু (৪২), পিতা-মৃত ইয়াসিন হাওলাদার, পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায় ,আটককৃত মোঃ দুলাল ফরাজী (৩২) এবং পলাতক মো: কালু টিএন্ডটি কালু (৪২) বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।