স্টাফ রিপোর্টারে: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল।
শনিবার বরিশাল বিভাগের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, নির্বাচনের মাঠপর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ভোটাররা যাতে অবাধে ভোট দিয়ে নির্বিঘেœ বাড়ি ফিরতে পারে সেই নিশ্চয়তার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। ভোটের আগে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেগুলোকে প্রতিহত না করলে মানুষের মাঝে আস্থা নষ্ট হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।