পটুয়াখালীর অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৮


পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালী সদরের উপজেলার লাউকাঠি ইউনিয়নের অসহায় বৃদ্ধা লালবড়ু বেগমের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৮।

দুস্থ সম্বলহীন লালবড়ু বেগমের মানবেতর জীবনযাপনের সংবাদটি নজরে আসার পরই রোববার (১ জুন) সকালে ওই অসহায় পরিবারের বাড়িতে যান র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮ এর অধিনায়ক অধিনায়ক লেঃ কর্নেল বিজিবিএমএস নিস্তার আহমেদ।

গণমাধ্যমের খবরের বৃদ্ধাকে সহায়তায় এগিয়ে আসার এ উদ্যোগ নেয় র‌্যাব। নিয়মিত বিভিন্ন মানবিক কাজের অংশ হিসেবে বৃদ্ধা লালবড়ু বেগমের হাতে তুলে দেন আসান্ন ঈদের উপহার সামগ্রী। এরমধ্যে আছে একটি পালনযোগ্য ছাগল, কাপড়, খাদ্যদ্রব্য, শয়নযোগ্য বিছানাপত্র ও অন্যান্য তৈজসপত্র।

এসময় তিনি এ মানবিক কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত রাখারও ঘোষণা দেন। এ সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮ এর পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ রাশেদুল আহসানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।