বরিশালটুডে ডেস্ক: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা এসএম ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য বেলায়েত বাবলুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।
বক্তব্য দেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন অরূপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নাসিম-উল আলম, বিরেন সমাদ্দার, শুভঙ্কর চক্রবর্তী, ফিরদাউস সোহাগ, রাহাত খান, এম জহির ও কে এম নয়ন।
বক্তারা এসএম ইকবালের বর্ণাঢ্য জীবনী থেকে শিক্ষা নিতে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
পরে এসএম ইকবালের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।