বরিশালের নদী বন্দরে ১ নম্বর সর্তকতা সংকেত,আকাশ মেঘাচ্ছন্ন!

বরিশালটুডে ডেস্ক: গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালের আকাশ মেঘলা রয়েছে। তবে সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বরিশালের কোথাও বৃষ্টি হয়নি। বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশালের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) জানিয়েছে, সোমবার দুপুর ১২ টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী নিন্মচাপটি গভীর নিন্মচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সমুদ্র বন্দর গুলোতে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিন্মচাপের কারনে উপকূলীয় অঞ্চলের সকল জেলায় আকাশ মেঘাচ্ছন্ন এবং পটুয়াখালীর কিছু কিছু স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

যে কোন ঝড় মোবাবিলায় বরিশাল বিভাগে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)র ৩২ হাজার ৫০০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে রেডিও ওয়ার্কসপ ইনচার্য মো. সোহাগ হোসেন।