স্টাফ রিপোর্টার: বরিশালের উজিরপুরে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে উজিরপুরের বামরাইল বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের বাসটিকে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে চালক গাড়ি সড়কের পাশে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে উজিরপুর ফায়ার স্টেশনের লিডার কলিম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে তার আগেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। আর এতে বাসটির বেশিরভাগ অংশই আগুনে পুড়ে গেছে। এতে কোনো ধরনের হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি হঠাৎ করে রাস্তার পাশে থামানো হলে যাত্রীরাও হুড়োহুড়ি করে নেমে পড়েন। এরপর বাসের স্টাফরা যাত্রীদের ব্যাগগুলো বের করে আনার চেষ্টা করেন। এ সময় কোনো হতাহত না হলেও পুরো বাসটি মুহূর্তের মধ্যে পুড়ে যায়।