বরিশালে জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে ভাইকে আহত করল অপর দুইভাই


স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া বাগানবাড়ি এলাকায় জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে মো. নাছির মৃধা (৪৯) কে গুরুতর আহত করলো তারই দুই ভাই। থানায় অভিযোগ করায় প্রতিনিয়ত লোক পাঠিয়ে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করছে হামলাকারীরা।

গত শনিবার (২ মার্চ) বিকেল ৪টায় বরিশাল সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড পশ্চিম কাউনিয়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিজ বড় ভাই আনোয়ার মৃধা (৫৫), ছোট ভাই ছানোয়ার মৃধা (৩৫), পিতা-তৈয়ব আলী মৃধা, আলভী (১৮), পিতা- আনোয়ার মৃধা, এলিন বেগম (২৪), স্বামী- আরাফাত এর সাথে পৈত্রিক জমি নিয়ে বহুদিন ধোরে বিবাদ চলে আসছিল। তারই জেরধরে গত শনিবার বিকেলে সিএনজি চালিয়ে বাসায় এলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজের এক পর্যায়ে এলোপাথাড়ি মারধর শুরু করে বিবাদীরা। এতে মো. নাছির মৃধা গুরুতর আহত হন। তাকে সাথে সাথে উপস্থিত এলাকাবাসী উদ্ধার করে শেরে-ই -বাংলা মেডিক্যাল হাসপাতাল ভর্তি করে।

আহতের স্ত্রী হাসি বেগম জানান, আমার স্বামী বিকেলে সিএনজি চালিয়ে বাসায় আসলে আমাকে এবং আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার ভাইরা। সে গালিগালাজের কারণ জিগ্যেস করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম হয়। এসময় তার সাথে থাকা ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায়। আমার আহত স্বামীকে শেবাচিমে নিয়ে আসলে এখানেও লোক পাঠিয়ে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করে তারা। কাউনিয়া থানা ওসি স্যারকে জানিয়ে আমরা এখনো কোনো বিচার পাইনি। আমরা এর সঠিক বিচার চাই।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আনোয়ার মৃধা পেশায় একজন মেরিন অ্যাকাডেমির বেসরকারি ড্রাইভার। সেই ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগের আমলে বরিশালের সাবেক আওয়ামী লীগ পন্থি মেয়র খোকন সেরািনয়াবাতের সাথে রাজনীতি করে বিভিন্ন অপকর্ম করে বেরিয়েছে। এমনকি এখনো সেই ক্ষমতা দেখিয়ে যাচ্ছে তার মেজো ভাই এর উপর। এদিকে ছানোয়ার মৃধাে একজন মাদক ব্যবসায়ী। যে নিজ লাকড়ি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা নিয়মিত চালাচ্ছে। বিগত দিনে কাউনিয়া থানায় বহুবার মামলা হলেও সে টাকা ও ক্ষমতাবলে বের হয়ে নিজেকে পূর্বের পেশায় নিয়োজিত রেখেছে সে।

কাউনিয়া থানা পুলিশ জানায়, আমাদের একটি টিম গিয়েছিলো ঘটনাস্থলে। আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। এ বিষয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।