স্টাফ রিপোর্টার : নগরীর বটতলা সার্কুলার রোড সংলগ্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৫ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীক প্রার্থী সালাহউদ্দিন রিপন এর সহধর্মিণী মিফতাহুল জান্নাত ( লুনা) এর উপর ট্রাক প্রীতিকের প্রচারণাকালে হামলা ও অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রচারপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া যায়।
মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে নগরীর বটতলা সার্কুলার রোড জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৫ আসেনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক প্রার্থী জাহিদ ফারুক শামীম এর বাস ভবন সংলগ্নে এ ঘটনা ঘটে।
উপস্থিত তানজিম আহসান জানান, বরিশাল -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন এর সহধর্মিণী মিফতাহুল জান্নাত ( লুনা) বটতলা সার্কুলার রোড এমপি জাহিদ ফারুক শামীম এর বাস ভবনের কাছাকাছি আসলেই সাথে সাথে এক নৌকা সমর্থক তাদের প্রচারণায় বাধা দেয় এবং তাদের শ্লীলতাহানি করেন।
এ বিষয় মিফতাহুল জান্নাত (লুনা) জানান, নির্বাচনি নিয়ম মেনে ১৫নং ওয়ার্ডে প্রচারণা পরিচালনা করছিলাম এমন সময় নৌকা সমর্থক কিছু লোক মিছিল করছিলেন তারা মিছিল শেষ করেই আমাদের উপর হামলা করে। আমাদের কর্মীর মোবাইল ছিনিয়ে নিয়ে তা ভেঙে ফেলে। অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রচারপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। আমরা প্রশাসন কে জানালে তারা আমাদের সেফ করেন। এ তথ্য সংগ্রহে আশা সাংবাদিক গণমাধ্যম কর্মীদের সাথেও তারা দুর্ব্যবহার করে। সে নিজেকে নৌকার কর্মী বলে আমাদের তার পরিচয় দিয়েছে। আমরা এ বিষয় রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ জানিয়েছি। তিনি লিখিত অভিযোগ দিলে কঠর ব্যবস্থা নিবেন বলে আমাদের আস্বস্ত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম সাংবাদিকদের এ বিষয় জানান, ওই ব্যক্তি আমাদের কর্মী নয় এমনকি আমরা এমন কিছু করতেও কোনো কর্মীকে উৎসাহ দেই না। ট্রাক প্রতীকের সমর্থক হতেপারে যারা নিজেরাই এমন কাজ করে নৌকা প্রতিকের প্রার্থীর দুর্নাম ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। তবুও আমরা ওই ব্যক্তির তথ্য পেলে প্রশাসনের কাছে সোপর্দ করবো।
এদিকে জানা যায় শায়েস্তাবাদ হবিনগর এলাকায় উঠান বৈঠকে অংশগ্রহণকালে আরও দুই ট্রাক প্রতীক সমর্থক মহিলা সহ একজন পুরুষ এর উপর নৌকা প্রতীক সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া যায়। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়ে শেরে-ই-বাংলা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন।