স্টাফ রিপোর্টার : বরিশালের শীর্ষ মাদক ব্যবসায়ি মো. হিরা মাঝিকে (৪২) ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
তিনি জানান, সোমবার গৌরনদী থনাধীন কটকস্থল হতে ৩’শ তিন পিছ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিলসহ গৌরনদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হিরা মাঝি ঐ এলাকার মো. ঈঙ্গুল মাঝির ছেলে।
এসময় তিনি আরো জনান, গ্রেফতারকৃত হিরা মাঝির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। এছাড়াও তিনি দক্ষিণঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ি। হিরা মাঝির বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।