বরিশালে ভূমি সেবা সপ্তাহের শুরু আজ থেকে


স্টাফ রিপোর্টার : ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ স্লোগানে বরিশালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড রুম প্রাঙ্গণে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মো. রফিকুল ইসলামসহ ভূমি সংশ্লিষ্ট বরিশাল জেলার কর্মকর্তারা।

এ সময় বিভাগীয় কমিশনার মো. শওকত আলী জমি অধিগ্রহণের টাকা দেন। পাশাপাশি তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ নাগরিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বরাবরই ছিলেন সোচ্চার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি ভূমি সংস্কারের ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করছে।