বরিশালে শিখা প্রকল্প’র উপজেলা অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার :ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামের আওতাধীন শিখা প্রকল্পের কর্ম এলাকা বরিশাল সদর উপজেলা অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিস কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বীথিকা সরকার।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (মহিলা, সমাজসেবা এবং যুব উন্নয়ন) অফিসার, মাধ্যমিক স্কুল হতে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ এবং সাংবাদিকসহ সুশীল সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ব্র্যাক “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা”- এই প্রকল্পটি ‘ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশাল সহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জ এবং রাজশাহী) জেলাতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০ টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।

সভায় মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা, শিক্ষকমন্ডলী এবং সাংবাদিক সহ ব্র্যাক প্রতিনিধিগণ। বক্তারা ব্র্যাক শিখা প্রকল্পের সহায়তায় কী ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিবাহ, বুলিং রোধে এবং রিপোটিং এন্ড রেসপন্ডিং ব্যবস্থা সম্পর্কে সচেতন হয়ে কাজ করবে এবং বিদ্যালয়কে সহিংসতামুক্ত, নিরাপদ কর্মস্থল তৈরিতে কাজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।শিখা প্রকল্পের প্রতিনিধিগণ শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ছাত্র-ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করার অভিপ্রায় নিয়ে সভায় উপস্থিত অন্যান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

এ ছাড়াও উক্ত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার টেকনিক্যাল ম্যানেজার মোঃতৌহিদুর রহমান, প্রোজেক্ট অফিসারব্ন্দৃ -মায়িশা খান এবং অনিক বিশ্বাস, ভলান্টিয়ার সহ ব্র্যাক প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে।