স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরেপক্ষ রাষ্ট্র চাই- ধর্ম যার যার রাষ্ট্র সবার এই শ্লোগান নিয়ে ২০১৮ সালের বর্তমান সরকারের নির্বাচনী ইসতেহারে সরকারী দলের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ৭ দফা দাবী আদায়ের দাবীতে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদ বারশাল জেলা কমিটি।
শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১২ পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একর্মসূচি পালিত হয়।
এ্যাড. মানবেন্দ্র ব্যাটকবলের সভাপতিত্বে গণ অনশন ও গণ াবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, মৃনাল কান্তি সাহা, এ্যাড.হিরন কুমার দাশ মিঠু, জয়ন্ত কুমার দাশ,সুরজিৎ দত্ত লিটু,নারায়ন চন্দ্র নাড়ু, এ্যাড. একে আজাদ,মেরী জংশন ওআলব্যাট রিপন, কিশোর চন্দ্র বালা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় গণমাধ্যমকে এ্যাড. হিরন কুমার দাশ মিঠু বলেন ২০১৮ সালে বর্তমান সরকার নির্বাচনে অঙ্গিকার বাস্তবায়ন করার কথা বলা হলেও সরকার আজত তারে দেয়া কথা রাখেনি। আমাদের ৭ দফা দাবী বাস্তবায়ন করা না হলে আগামী নির্বাচনে ক্ষমতায় আশা সরকারের দুঃস্বপ্ন পরিনত হবে।