স্টাফ রিপোর্টার ॥ চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত্রের সংখ্যা ২০ হাজার ছাড়িছে। আর ২৪ ঘন্টায় বিভাগে আক্রন্ত হয়েছে ৩৪২ জন ও মৃত্যু বরণ করেছে ২জন। চলতি বছর এ বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৯ জনে। এছাড়া বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার বিকেলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫৫ জন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে রয়েছে ৫৫ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৯, পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালে ৪১, ভোলায় ৪৯, পিরোজপুরে ৫৪, বরগুনায় ২৭ ও ঝালকাঠিতে ১২ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২০ হাজার ৩৫৭ জন আর ছাড়পত্র নিয়েছে ১৯ হাজার ১৪০ জন। এদিকে বিভাগে গত ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরনকারীরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ফারুক (৩৫) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মতিউর (৫৫)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় আমাদের এখানে দুই জন রোগী মৃত্যু বরণ করেছে। নানা সংকটের মধ্যেও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু আছে। ডেঙ্গু রোগীদের ছোটখাটো সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। অচিরেই তাদের সংকট দূর হবে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘন্টায় বিভাগে দুই জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।
তিনি আরও বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে।