প্রেস বিজ্ঞপ্তি: ‘ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনী’ অনুষ্ঠানের শেষ দিন পরিদর্শন করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকী। রোববার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে আয়োজিত ‘ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনী’ এর শেষ দিনে ওই কর্মকর্তা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআরইউ বিআরইউ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপ পরিষদের আহ্বায়ক সুশান্ত ঘোষ ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি সহ সংগঠনের সদস্যবৃন্দ।
প্রদর্শনীতে বাংলা ভাষা, সাহিত্য ,ভাষা আন্দোলন ও বরিশালের লেখক, দুষ্প্রাপ্য বেশ কিছু গ্রন্থ ও বরিশাল নিয়ে লেখা বইপত্র ও ডকুমেন্ট প্রদর্শিত হচ্ছে