মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৪ টায় জামায়াতে ইসলামী উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা ৯নং ওয়ার্ডে রহমাত আলী মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, বিশেষ অতিথি ছিলেন কালাইয়া ইউনিয়নের আমীর মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন ও বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি মো: মোশাররফ হোসেন, যুব জামায়াতের ওয়ার্ড সভাপতি মো: হাসনাইন, সেক্রেটারি মো:নাজমুল হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে অনুরোধ করা হয়। ইফতারের আগে দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।