বানারীপাড়ায় ইজিবাইক চালক হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

বরিশালটুডে ডেস্ক: বরিশালের বানারীপাড়ায় ইজিবাইকের এক চালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার এজাহারভূক্ত আসামি মো. ইয়াসিন হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাতে রাজধানীর খিলগাঁও এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। র‌্যাব-৩ এর সিনিয়র সহকারি পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর নাম সালাম বেপারী। তিনি একজন ইজিবাইক চালক। গত ২৮ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে বরিশালের বানারীপাড়া থানাধীন এলাকায় চৌয়ারীপাড়ায় ইজিবাইক চালিয়ে রাস্তা অতিক্রমের সময় অজ্ঞাতরা রাস্তায় গাছ ফেলে গতিরোধের চেষ্টা করে। ভয়ে ভুক্তভোগী ছালাম দ্রত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাসে লাঠি দিয়ে আঘাত করে। ফলে ইজিবাইকের কাঁচ ভেঙে যায় এবং ছালাম তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। পরে ছালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আ.ছালাম বেপারীর ছেলে সাব্বির বেপারী বাদী হয়ে ১৪ জনকে সুনির্দিষ্ট ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে এ মামলা দায়ের করেন।