বানারীপাড়া সংবাদদাতা: বরিশালের বানারীপাড়ায় ৯৫ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এসময় পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একইসঙ্গে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগও তুলেছেন।
রোববার (২৫ আগস্ট) দুপুপুরে বানারীপাড়া পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আনিচ মৃধা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী অভিযোগটি দায়ের করেন।
আদালতের বিচারক নালিশী মামলা আমলে নিয়ে বানারীপাড়া থানায় এফআইআর করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিদের্শ দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. রেজাউল ইসলাম।
মামলার আসামির হলেন, বানারীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শুভ্র কুন্ড, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা তালুকদার, থানা যুবলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান হাওলাদার, চাখার ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ ৫৫ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী আনিচ মৃধা বিবাদীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মে বাদীর ব্যবসা প্রতিষ্ঠান, পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একইসঙ্গে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগও তুলেছেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত (রোববার বিকেল ৫টা) আদালতের নিদের্শনা আমরা হাতে পাইনি। আদালতের নিদের্শনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।