মেঘনায় মধ্যে রাতে দূর্ঘটনা কবলিত এম ভি সুন্দরবন ১৬


স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে কার্গোর ধাক্কায় তলা ফেটে যায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের। এতে এক নারী যাত্রী নিখোঁজ এবং একাধিক যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন।

আর এক পুরুষ যাত্রী আহত হয়েছেন। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রর্তক্ষদর্শী জানান, ঢাকা হতে ছেড়ে আসা বরিশালগামী “এম ভি সুন্দরবন ১৬” লঞ্চ এর সাথে ” এম ভি মার্কেনটাইল -৩ (এম-১০৯৬১)” নামক পণ্যবাহী জাহাজ রাত বারটায় এর মাঝ বরাবর সজোরে আঘাত করে। এতে সুন্দরবন ১৬ জাহাজের ভি আই পি কেবিন, ক্যান্টিন, ডেকের মাঝ সিড়ি দুমড়ে মুচড়ে যায় ।আল্লাহ’র অশেষ রহমতে অল্পের জন্য কোন যাত্রী হতাহত হননি।

লঞ্চটি দূর্ঘটনা কবলিত হলে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে নদীর পাড়ে ভিড়ানো হয় এবং সুন্দরবন ১৪ এবং সুন্দরবন ১৫ লঞ্চ দুটি যাত্রীদের উদ্ধার করে গন্তব্যস্থল বরিশালে পৌঁছে দেয়।

এ বিষয় নৌ পুলিশ জানান, পণ্যবাহী “এম ভি মার্কেনটাইল-৩” জাহাজটি কোস্টগার্ড এবং নৌ পুলিশের হেফাজতে রয়েছে। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে