স্টাফ রিপোর্টার: অতিরিক্ত ফি আদায়ে মেহেন্দিগঞ্জের সরকারি পাতারহাট আরসি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় দৈনিক ইত্তেফাকে গত শনিবার (৬ জুলাই) সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (৯
জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (কলেজ-১) মো. তারিকুল ইসলাম
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন সরকারি পাতারহাট
রসিক চন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু. শহীদুল ইসলাম এর বিরুদ্ধে ্#৩৯;ডিসিকে দেওয়ার কথা বলে
প্রবেশপত্র আটকে টাকা আদায়্#৩৯; শিরোনামে প্রকাশিত সংবাদ ও ভিডিও ভাইরাল হওয়ায় তার
বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা পত্র প্রাপ্তির ৩ (তিন) কর্মদিবসের মধ্যে
জানানোর জন্য বলা হয়েছে।
এর আগে অতিরিক্ত ফি আদায়ে মেহেন্দিগঞ্জের সরকারি পাতার হাট আর সি কলেজের অধ্যক্ষ
(ভারপ্রাপ্ত) শহীদুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালকে কেন্দ্র
করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে এরই মধ্যে নেটিজেনদের মধ্যে নানা
প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সচেতন মহল বলছে একজন কলেজ অধ্যক্ষ হয়ে এ ধরনের কথা বলা আসলেই
দুঃখজনক।
সোমবার (২৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ৩ মিনিটের বেশি
ভিডিওটিতে অতিরিক্ত টাকা আদায়ের জন্য আপত্তির মন্তব্য করেন। এ নিয়ে জনসাধারণ ও
শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে বরিশাল জেলা প্রশাসক শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর
চিঠি প্রেরণ করেন। এছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু. শহীদুল ইসলামের পরিবর্তে উপজেলা মাধ্যমিক
শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবিরকে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্ব প্রদান
করেন জেলা প্রশাসক।