বরিশালটুডে ডেস্ক: আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন মেহেন্দিগঞ্জের আয়োজনেG এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|
এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক বরিশাল এর সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
একই সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলার চর একুরিয়া ইউনিয়নের শান্তির হাট আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
এ সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুননবী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ মেহেন্দিগঞ্জ এ,কে,এম মাহফুজ-উল-আলম, সহকারী কমিশনার (ভূমি) মেহেন্দিগঞ্জ তানভীর আহাম্মেদ, মেয়র মেহেন্দিগঞ্জ পৌরসভা ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ মোঃ কামাল উদ্দিন খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানা শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেন্দিগঞ্জ মোঃ খোরশেদ আলম ভুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম বয়াতীসহ বিভিন্ন পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
মতবিনিময় সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং ১৫ ই আগষ্টের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এবং উপজেলা কম্পাউন্ডে একটি গাছের চাড়া রোপণ করেন।
মতবিনিময় শেষে আশ্রায়ণ পরিদর্শন কালে উপকার ভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা ২০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু ইত্যাদি প্রদান করেন পাশাপাশি ২৩ জন উপকার ভোগীদের মাঝে সর্বোচ্চ ১৫ হাজার এবং সর্বনিম্ন ১০ হার টাকা করে মোট ২ লক্ষ ৮৫ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করেন নবাগত জেলা প্রশাসক। এসময় তিনি আশ্রয়ণে বসবাস রত উপকার ভোগী এবং নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন।