রুপাতলীতে মসজিদ-মাদ্রাসার জমি দখলের চক্রান্তে নূরুর রহমান বেগ


স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডে রুপাতলী হযরত মাওলানা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্স নিয়ে চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বেলা ১২ টায় ওই প্রতিষ্ঠান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে- এনায়েতুর রহমান কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিম বেগ বলেন, ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারের জন্য ২০০৪ সালে “এনায়েতুর রহমান কমপ্লেক্স” প্রতিষ্ঠিত করার পর একটি জামে মসজিদও নির্মাণ করা হয়। আমার ছোট ভাই মির্জা আবু জাফর বেগ আমেরিকা প্রবাসী।

তিনি তার চাচাতো ভাইয়ের নামে দক্ষিণাঞ্চলে দ্বীনের খেদমতকারী মির্জা এনায়েতুর রহমানের নামে মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ভাইয়ের নামে মসজিদ ও মাদ্রাসা গড়ে তুলেন মির্জা আবু জাফর বেগ। যা বিগত দুই দশকেরও বেশি সময় ধরে চলমান রয়েছে। প্রথমে ৪৫.৪৭ শতাংশ জমি পরবর্তীতে প্রতিষ্ঠানের পরিসর বাড়াতে ২০০৫ সালে আরো ১৫.৭৮ শতাংশ জমি ক্রয়ের টাকা দেন মির্জা আবু জাফর বেগ।

কথা ছিল অর্থদাতার নামে জমি ক্রয় করবেন এবং পূর্বের অনুসারেই প্রতিষ্ঠান চলবে। কিন্তু মাওলানা নূরুর রহমান বেগ, সায়েমুর রহমান বেগসহ তার ভাইয়েরা কিছু না জানিয়ে গোপনে ভিন্ন নামে জমি খরিদ করেন। এছাড়াও মাদ্রাসা ও মসজিদ পরিচালনায় মির্জা আবু জাফর বেগ সম্পূর্ণ অর্থ সহায়তা করলেও সেই অর্থ আড়াল করে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা মাওলানা নূরুর রহমান বেগ, সায়েমুর রহমান বেগ, মির্জা সোয়েবুর রহমান, মির্জা কেফায়েতুর রহমান, মির্জা রহমতুর রহমান, মির্জা বরকতুল রহমানসহ তার পরিবারের লোকজন। এমনকি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দান, সহায়তা গ্রহন করতে থাকেন। তারা সেসবের কোন স্বচ্ছ হিসেব না দিয়ে আত্মসাত করেন।

বিষয়টি জানতে পেরে আমার ছোট ভাই মির্জা আবু জাফর বেগ উদ্যোগী হয়ে মাদ্রাসা ও মসজিদ পরিচালনায় ২৪ ফেব্রুয়ারি ২২ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করে দেন। আমাকে দায়িত্ব দেওয়া হয় পরিচালনা কমিটির সভাপতির। দায়িত্বপ্রাপ্ত হয়ে মাওলানা নূরুর রহমান বেগ, সায়েমুর রহমান বেগসহ তাদের অন্যান্য ভাইদের সাথে কথা বলে এনায়েতুর রহমান কমপ্লেক্সে আসলে তারা আমাদের দায়িত্ব নিতে বাধা দেন এবং বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকেন।

তারা বিগত আওয়ামী লীগের শাসন আমলে শাসক দলের ঘনিষ্ঠ থেকে সুবিধা নিয়েছেন। এর আগেও আমরা যখনই জমির প্রকৃত জমি মালিকের নির্দেশনায় প্রতিষ্ঠান পরিচালনায় উদ্যোগী হয়েছি তখনই ফ্যাসিস্ট সরকারের প্রভাব খাটিয়ে আমাদের বরিশাল ছাড়া করেছে।

জমি মালিক মির্জা আবু জাফর বেগের নির্দেশ অমান্য করে এবং তার গড়ে তোলা প্রতিষ্ঠানে আমাদের ঢুকতে দেয়নি। এমনকি শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে পারিবারিকভাবে বিষয়টি সুরাহার কথা থাকায় আমরা পরিচালনা কমিটির কয়েকজন বরিশালে আসি। দুপুরে এনায়েতুর রহমান জামে মসজিদে আমরা জুম্মার নামাজ আদায় করতে গেলে আমাদেরকে মসজিদে ঢুকতে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়- আমি মসজিদের মিম্বরের কাছে গিয়ে বসতে গেলে কতিপয় লোক এসে আমাকে টেনে হিচড়ে, কিল-ঘুষি, ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেন। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির তৈরী হলে আমরা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জানাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে আসলে আমাদের মসজিদে ঢুকতে বাধাদানকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এসব বিষয়ে ৫ এপ্রিল আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। ডায়েরি নং ২১৮। এর আগেও ৩ এপ্রিল থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।