স্কাউট ছেলে-মেয়েরা সমাজের মানুষের জন্য কাজ করে- ডিসি শহিদুল ইসলাম

স্কাউট ছেলে-মেয়েরা সমাজের মানুষের জন্য কাজ করে- ডিসি শহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, স্কাউট কাজ করে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে। আমাদের স্কাউটিং ছেলে মেয়েরা আত্মনির্ভরশীল হয়। আজকাল বাংলাদেশের ছেলে-মেয়েরা সকল কাজে বাবা-মাদের উপরে নির্ভরশীল। এটা ছেলে-মেয়েদের আত্ব-র্নিভরশীল হওয়ার পথে বড় বাঁধা। গতকাল শনিবার বেলা ১২টায় বাংলাদেশ রোভার স্কাউট বরিশাল এর আয়োজনে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সেমিনার কক্ষে বাংলাদেশ স্কাউট বরিশাল জেলা রোভার গ্রুপ সভাপতি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, স্কাউট ছেলে-মেয়েরা নিজেদের উপর র্নিভর হবার পাশাপাশি সমাজের মানুষের জন্য বিভিন্ন র্দূযোগ, মহামারি ,জরুরী প্রয়োজনে কাজ করে। তাই সকল স্কুল -কলেজ শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা জাতির মেরুদন্ড, তাই আপনাদের প্রতিষ্ঠানে দায়িত্বের সাথে কাজ করবেন এমনটাই আশা করছি।

এস, এম তাজুল ইসলাম, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য প্রফেসর ড. আবদুল বাকী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো: ইমরান চৌধুরী

অন্যান্য বক্তাগণ এসময় রোভার স্কাউট এর ইতিহাস তুলে ধরেন এবং বাংলাদেশের ছেলে-মেয়েদের জন্য এর গুরুত্ব ও দায়ীত্বশীল সু-নাগরিক গঠনে এর অবদান সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন ।

বাংলাদেশ রোভার স্কাউট এলটিডি সৈয়দ শাহজাহান’র সভাপতিত্বে এসময় আরো উপ¯ি’ত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, মাধ্যমিক ও উ”চ শিক্ষা পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বরিশাল জেলা রোভার স্কাউট কমিশনার এস, এম তাজুল ইসলাম, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য প্রফেসর ড. আবদুল বাকী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো: ইমরান চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. লোকমান খান, সহকারী রেজিস্ট্রার রবিন চন্দ্র রয়, মো: মেহেদী হাসান শুভসহ বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দরা উপস্থিত ছিলেন।