‘স্বাধীনতার ঘোষকের শাহাদাৎ বার্ষিকীতে সরকারের বিবৃতি না থাকা দুঃখজনক’ – আবু নাসের রহমাতুল্লাহ


স্টাফ রিপোর্টার: স্বাধীনতার ঘোষকের শাহাদাৎ বার্ষিকীতে বর্তমান সরকারের কোন বিবৃতি বা কর্মসুচি না থাকা দুঃখজনক ও নিন্দনীয় বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৪দিন ব্যাপী কর্মসূচির ৩য় দিনে রবিবার বিকেলে সদর উপজেলার শায়েস্তাবাদ ও টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপি’র সাধারণ নেতাকর্মী কর্তৃক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্ব-নির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল।

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল কবির ফরহাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা, সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ।

এর আগে সকালে ২৫নং ওয়ার্ডে মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ঈশতীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মনোজাতে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর রহমান উজ্জ্বল, স্বাধীনতা ফোরাম, মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ, সঞ্চালনায় ছিলেন নগর ছাত্রদল নেতা ইউসুফ আলী বাপ্পি।

রাতে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপি’র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা। সঞ্চালনায় ছিলেন ছাত্রদল নেতা কেএম মনির ও জাহিদুল ইসলাম শাকিল।