স্টাফ রিপোর্টার: বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ তপন মালী (৪৯) ও মোঃ আলম ফরাজি (৫২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিএমপি এয়ারপোর্ট থানাধীন বিসিসি ৩০ নং ওয়ার্ডের কলাডেমা সাকিনস্থ গড়িয়ারপাড় গোল চত্ত্বর সংলগ্ন “বৈশাখী স্টোর”নামক দোকানের সামনে এ অভিযান চালানো হয়।
এয়ারপোর্ট থানার একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করেন।
এয়ারপোর্ট থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম এয়ারপোর্ট থানাধীন বিসিসি ৩০ নং ওয়ার্ডের কলাডেমা সাকিনস্থ গড়িয়ারপাড় গোল চত্ত্বর সংলগ্ন “বৈশাখী স্টোর” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
পুলিশ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।