২ মাসের বকেয়া বেতন, চাকরিচ্যুত শ্রমিকদের পূর্নবহালের দাবিতে বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি কর্পোরেশন চাকরিচ্যুত শ্রমিককের ২ মাসের বকেয়া বেতন এবং ১৬০ জন চাকরিতে পূর্নবহাল করার দাবিতে শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও হরিজনদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৮ মার্চ) বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন (রেজি:নং খুলনা ১৯১২) এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন সভাপতি হোসেন ঢালির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, হরিজন সংঘ সভাপতি সানু লাল, বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন সদস্য আবুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলার সভাপতি এডভোকেট এ কে আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন।

এসময় বক্তারা বলেন, ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এর আগেও এই শ্রমিকরা আন্দোলন করেছেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ত্রিপক্ষীয় বৈঠকে বরিশালের বিভাগীয় কমিশনার শ্রমিকদের প্রতিনিধিদের মাধ্যমে চাকরিচ্যুত শ্রমিকদের দুই মাসের বকেয়া পরিশোধ, ষাট বছরের উর্ধ্বে শ্রমিকের পাওনা বুঝিয়ে দিয়ে তার পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এসব প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সিটি কর্পোরেশন প্রশাসন এক মাস সময় নেন। কিন্তু আজকে এক মাস অতিক্রম করলেও এ বিষয়ে এখনো কোন উদ্যোগ নেওয়া হয়নি।

নেতৃবৃন্দ বলেন, দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তানাহলে আরো বড় কর্মসূচি নেয়া হবে। বিক্ষোভ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।