বরিশালটুডে ডেস্ক : বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩ মণ জাটকাসহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে মৎস্য অধিদপ্তর, র্যাব-৮ ও থানা পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আড়িয়াল খাঁ নদী সংলগ্ন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর, চর ফতেহপুর, নতুন চর এবং গৌরনদী উপজেলার টরকী মাছ বাজার ও আড়তে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ৪৩ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ চরঘেরা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পাশাপাশি জব্দকৃত জাটকা বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান।
অভিযানকালে অন্যদের উপস্থিত ছিলেন- গৌরনদী মৎস্য কর্মকর্তা আবুল বাসার, র্যাব-৮ এর ডিএডি মো. কামরুজ্জামান প্রমুখ।