
উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ সত্যি করার প্রয়াসে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিভি) শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিশেষ অ্যাডমিশন ফেয়ার! বুধবার সকালে ইউজিভিতে এ বিশেষ এ্যাডমিশন ফেয়ারের উদ্বোধন করা হয়। ইউজিভি’র ২০২৬ সেশনের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ এ্যাডমিশন ফেয়ারে সম্ভাব্য শিক্ষার্থীদের ক্যাম্পাসের সত্যিকারের পরিবেশ সম্পর্কে ধারনা দেয়া, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে সার্বিক ধারনা দেয়া। এছাড়াও মেলা উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় ও উপহার। তাই সব মিলিয়ে প্রথম দিনেই দারুন সাড়া দেখা গেছে মেলায়, তৈরি হয়েছে এক প্রাণবন্ত এবং পরিবেশ। বুধবার সকালে ইউজিভি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী ফিতা কেটে মেলার সূচনা করেন। ১০ দিন ব্যাপী এ মেলা আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত চলবে। এসময় উপাচার্য বলেন ‘বিশেষ এ্যাডমিশন ফেয়ার’ আমাদের ইউনিভার্সিটির দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতার ফসল। আমরা এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সম্ভাব্য শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ তৈরি করার পথ বেছে নিতে সাহায্য করবো। তাদের কৌতুহল, তাদের প্রশ্ন, এবং সত্যিকার অর্থে আমরা কেমন প্রতিষ্ঠান এসব যাচাই করে নেয়ার সবচেয়ে ভালো সুযোগ এটা। আমরা ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকসহ সবাইকে আমন্ত্রণ জানাই এই সুযোগটি গ্রহণ করার জন্য, ইউজিভি’র তিনটি ক্যাম্পাসেই এ কার্যক্রম চলছে একযোগে। উপাচার্য আরও বলেন, মেলা চলাকালে শিক্ষক, কর্মকর্তা এবং সম্ভাব্য শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলবেন, তাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শনার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণা সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি এবং ইউজিভি’র সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে।
ইউজিভি কর্তপক্ষ জানান, সিএন্ডবি রোডে ইউজিভি’র তিনটি ক্যাম্পাসেই ৪টি অনুষদে ৬টি আন্ডারগ্রাজুয়েট, ৫টি গ্রাজুয়েট এবং ১টি ডিপ্লোমা কোর্সে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। উপাচার্য বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ফেয়ারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, স্কলারশিপ এবং ক্যাম্পাসের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কেও জানতে পারবেন। শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের পছন্দের প্রোগ্রাম বেছে নিতে পারবেন।
উদ্বোধনকালে ইউজিভি’র ট্রেজারার অধ্যাপক ড. রাবেয়া বেগম, রেজিস্ট্রার ড. সৈয়দ আলী মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।