উজিরপুর উপজেলার একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার


উজিরপুর সংবাদদাতা : উজিরপুর উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম মাসুদ পারভেজ।

বুধবার (৫ জুন) উজিরপুর উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের উজিরপুর গুঠিয়া শাখার ব্যবস্থাপক মাসুদ পারভেজ এ নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, মাসুদ যে কেন্দ্রে ছিলেন সেটির বোট বুথের পর্দা তিনি ছোট করে দিয়েছিলেন।

উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাসুদ পারভেজ। তিনি ওই ভোট কক্ষের বুথের পর্দা ছোট করে দেন। যে কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থানে অপর একজনকে দায়িত্ব দেওয়া হয়।