গণঅভ্যুন্থানে আহত ও শহীদদের পরিবারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার ॥ নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও শহীদের পরিবার ব্যনারে বিভিন্ন দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন করেন ২৪ এর গণঅভ্যুন্থানে আহত ও শহীদদের পরিবার। সংবাদ সম্মেলনে দাবি করা হয় বরিশাল প্রশাসনসহ সমন্ময়কদের কাছে বরিশালে কতজন আহত এবং নিহত হয়েছে তার সঠিক হিসেব নেই। এমনকি বরিশাল বিভাগে নিহত ৩০ ও আহত অসশ্র শিক্ষার্থীর তথ্য এখনো তাদের কাছে নেই।

আজ মঙ্গলবার (২২ শে অক্টোবর) বেলা ১১টায় বরিশাল প্রেস ক্লাব, বরিশাল সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় আন্তবর্তিকালীন সরকারের কাছে দাবিতে বলা হয়, শহীদদের জন্য রাস্ট্রীয় মর্যাদা দেওয়া, বিভিন্ন স্কুল,কলেজ সড়কসহ স্থানের নাম শহীদদের নামে নাম করন করা, এক কালিন অর্থপ্রদান, পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান এবং আহতদেও সুচিকিৎসা করা প্রয়োজনে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা দেওয়া, তাদের সরকারি চাকরি দেওয়া, মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে, এককালিন অর্থেও ব্যবস্থা করতে হবে, রাস্ট্রীয় খেতাব প্রদান করতে হবে। সেই সাথে এ আহত এবং নিহতের পিছনে জোরিত সকলের শাস্তি দাবি করা হয়।