গৌরনদী সংবাদদাতা : বরিশালের গৌরনদীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ি জসিম ফকির (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড বড় কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম ওই এলাকার আব্দুল মজিদ ফকিরের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এসআই হৃদয় চাকলাদার, ইলিয়াস মাহমুদ, এএসআই সুজন ও ফিরোজ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিমকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।