স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় বরিশালে প্রস্তুত রাখা হয়েছে ৫৪১ টি আশ্রয়ন কেন্দ্র। পাশাপাশি বরিশাল জেলায় স্বেচ্ছাসেবী পাঁচশত সদস্য এবং ৬১ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় হামুন মোকাবেলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
তিনি বলেন, বরিশাল জেলায় ৫৪১ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুতির পাশাপাশি ৬১ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক ৩২২ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে, অসহায় দুর্গতদের তাৎক্ষণিক খাদ্য সরবরাহের জন্য ৭৭০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লক্ষ ৩৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়াও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রস্তুত রয়েছে বলেও সভায় জানানো হয়। পাশাপাশি প্রতিটি উপজেলা ও জেলা শহরে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের মজুদ ও অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
সভায় জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।