দৈ‌নিক ইত্তেফা‌ক বানারীপাড়া উপ‌জেলা সংবাদদাতার ইন্তেকাল, বরিশাল টুডে’র শোক


স্টাফ রিপোর্টারঃ দৈ‌নিক ইত্তেফা‌কের বানারীপাড়া উপ‌জেলা সংবাদদাতা এস মিজানুল ইসলাম  (৫৪)  হৃদ‌রো‌গে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টায় ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ     (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি ১ ছে‌লে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আজ সোমবার যোহর বাদ বানারীপাড়া পৌরসভা মা‌ঠে তার প্রথম নামা‌জের জানাজা ও আসর বাদ গ্রা‌মের বা‌ড়ি সৈয়দকাঠী ইউনিয়‌নের দিদিহা‌র গ্রা‌মের ও‌লিয়ার বা‌ড়ি‌তে দ্বিতীয় জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে, প‌রে সেখা‌নে দাফন করা হ‌বে।

সহকর্মী ও দায়িত্বশীল এবং দক্ষ সংবাদকর্মী হারিয়ে বরিশাল টুডে পরিবার শোকাহত। আমরা সহকর্মী এস মিজানুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।