স্টাফ রিপোর্টার: আপনাদের জন্য সকল সময় আওয়ামী লীগ সরকার কাজ করবে এবং নিরাপত্তা দিয়ে যাবে। র্ধম নিরপেক্ষতা মানে র্ধমান্তরিতা নয়, র্ধম উর্ধতা নয়। অমাদের সকল কিছুর উপরে আমরা মানুষ।
গতশুক্রবার (২০ সেপ্টেম্বর) নগরীর ফলপট্টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলমত নির্বিশেষে আমরা নিরপেক্ষ ভাবে সকলে সকলের সহযোগি হতে হবে। আপনাদের জন্য সকল সময় আওয়ামী লীগ সরকার কাজ করবে এবং নিরাপত্তা দিয়ে যাবে। র্ধম নিরপেক্ষতা মানে র্ধমান্তরিতা নয়, র্ধম উর্ধতা নয়। অমাদের সকল কিছুর উপরে আমরা মানুষ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর লিপি আব্দুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ এ্যাড. তালুকদার মো: ইউনুস এবং চেয়ারম্যান, বরিশাল জেলা পরিষদ, বরিশাল এ্যাড. এ কে এম জাহাঙ্গীর হোসেন।
প্রধান বক্তার বক্তব্যেগণ বলেন, জাতীর জনক আমাদের এদেশ দিয়ে গেছেন । এ দেশের মাটিতে র্নিভয়ে পূজা উৎযাপন করবেন আপনারা। র্ধম নিয়ে বারাবারির কিছু নেই। আমরা এ দেশের মাটিতে জন্ম নিয়েছি তাই আমাদের নিজ নিজ র্ধম পালনে ভয় নেই । মানুষ হিসেবে আমাদের প্রতিষ্ঠা করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শ্রী রাখাল চন্দ্র দে, সাবেক সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা, শ্রী মানিক মুখার্জি কুডু সাভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা, শ্রী ললিত দাস সভাপতি মহানগর দুর্গা পূজা মন্ডপ পরিচালক সহ পূজা উদযাপন পরিষদ সদস্যবৃন্দ এবং পূজা দর্শনার্থীবৃন্দ।