স্টাফ রিপোর্টার: বরিশালে ৯৪ পিস ইয়াবাসহ মো: ইয়াসিন মৃধা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে নগরীর ৪নং ওয়ার্ডস্থ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাব্বির আহমেদ কায়েস ঝালকাঠির কৃঞ্চকাঠি গ্রামের মৃত আদম আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ৩ টায় এসআই গোবিন্দ চন্দ্র দাস, এসআই সামসুল ইসলাম, এসআই মো: মোস্তাফিজুর রহমান, এসআই মো: ইব্রাহীম খলিল, এএসআই মোঃ কামরুল ইসলামের সমন্বয়ে গঠিত কাউনিয়া থানার বিশেষ অভিযানিক টিম নগরীর নগরীর ৪নং ওয়ার্ডস্থ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে অভিযান চালিয়ে মো: ইয়াসিন মৃধাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার মো: ইয়াসিন মৃধার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।