ববি কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত “ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন” করার অভিযোগে বরিশালে সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত “ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন” করার অভিযোগে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. বাহাউদ্দিন গোলাপ লিখিত বক্তব্যে বলেন, যেকোনো প্রতিষ্ঠানে কোনো পেশাজীবি সংগঠন গঠন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়। সেই নিয়ম মেনে ২০১২ সালের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের স্বাক্ষরিত কর্তৃপক্ষীয় অনুমোদনের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন “বরিশাল অফিসার্স এসোসিয়েশন” এর যাত্রা শুরু হয়। একই প্রক্রিয়া অনুসরণ করে কর্তৃপক্ষীয় অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কল্যাণ পরিষদ গ্রেড ১২-১৬ এবং কল্যাণ পরিষদ গ্রেড ১৭-২০ নামক মোট ৪টি অনুুমোদিত পেশাজীবি সংগঠন বিদ্যমান রয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট কর্মকর্তা সংখ্যা ১২৪। এই ১২৪ জন কর্মকর্তাই গঠনতন্ত্র অনুযায়ী অফিসার্স এসোসিয়েশন এর সদস্য। এ বছর গত ২ জুন ‘ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন” নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ করে মর্মে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি। তাদের ভাষ্যমতে যেসকল কর্মকর্তা সরাসরি কর্মকর্তা পদে অত্র বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছে তাদের নিয়ে এই সংগঠন। এক্ষেত্রে উল্লেখ করতে চাই যে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭৬ জন কর্মকর্তা সরাসরি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। আমরা মনে করি এ জাতীয় হীন প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকান্ডকে ব্যহত করবে। এ জাতীয় হীন উদ্যোগ এবং কর্মকান্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থির করে তুলছে। এমন বাস্তবতা বাধ্য হয়েই আমরা সংবাদ সম্মেলন করছি এবং আপনাদের মাধ্যমে সকলকে এ জাতীয় কর্মকান্ড সম্পর্কে সজাগ সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন এর আহবায়ক স্ব্রুুত কুমার বাহাদুর জানান, একই বিশ্ববিদ্যালয়ে সমমনা অনেক সংগঠন সাংগঠনিক কার্যক্রম করতেই পারে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে এতে কোনো বিভেদ সৃষ্টি করতে সংগঠন গঠন করা হয়নি। আমাদের সাংগঠনিক বিষয়ে উপাচার্য মহোদয়কে অবগত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, ফাতেমা মমতাজ মলি, মো. আতিকুর রহমান, কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি আরিফ হোসেন সুমন, সাবেক সভাপতি শাহাজাদা খানসহ প্রমুখ।