বরিশালের যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযান, আটক ১


স্টাফ রিপোর্টার : বরিশালে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথবাহিনী। কঠর নজরদারির মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে এ অভিযান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কীর্তনখোলা নদী সংলগ্ন বরিশাল নগরের রসুলপুর কলোনীতে এই অভিযান পরিচালনা করে র‍্যাব, পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা।

অভিযানের শুরুতেই কলোনির চারপাশ সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রাখে। পরবর্তীতে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কলোনির বিভিন্ন স্থানে তল্লাশি চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ কাজে ড্রোনেরও সহযোগিতা নেয় সেনাসদস্যরা।

অভিযানে কলোনির বিভিন্ন সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালায় যৌথ বাহিনী। । পুরো অভিযানে মাদক সেবনের সরঞ্জাম, নগদ টাকা, মোবাইল ও মাদকদ্রব্যসহ উজ্জল নামে এক যুবককে আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইমদাদুল হক জানান, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো নাশকতা এড়াতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হচ্ছে। গত দুই দিনে ৪ জন গ্রেপ্তার করা হয়েছে। আগামীতেও অভিযান চলবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে।

এদিকে অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে বরিশালে। যার ধারাবাহিকতায় নগরে তল্লাশি চৌকির কার্যক্রম পরিচালনার পাশাপাশি পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। একই অবস্থা বিরাজ করছে উপজেলা পর্যায়েও।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল ও জেলা পুলিশের তথ্যানুযায়ী, গেল চব্বিশ ঘণ্টায় বরিশাল জেলায় ১১ জন এবং নগরের চার থানায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বেশিরভাগেই বিভিন্ন মামলার আসামি রয়েছে।

নগরের শশ্মাণ ঘাটের পুলের চেকপোস্টে দায়িত্বরত কাউনিয়া থানা পুলিশের সদস্যরা জানান, তারা সন্দেহ হলেই তল্লাশি চালাচ্ছেন, যাতে করে কোন অপরাধী পাড় পেয়ে না যায়। তাদের এই অভিযানে সাধারণ মানুষও সহায়তা করছে।