স্টাফ রিপোর্টার ঃ এ কারিকুলাম ধর্মীয় অনুভূতি অনুযায়ী তৈরি করতে যদি রক্ত দিতে হয় তবে আমরা তাও দিতে রাজি আছি মাও. মোহাম্মদ আ. হাকিম।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সদর রোডস্থ টাউনহল সম্মুখে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তাগণ বলেন, বর্তমান সরকার পশ্চিমা কারিকুলাম এনে আমাদের দেশের কোমলমতি শিশুদের উপর বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
আমাদের বাচ্চাদের উপর এ কারিকুলাম চাপিয়ে নির্লজ্জ বানাতে চাচ্ছে। যা আমরা হতে দিতে পারি না। যেখানে সমকামিতার জন্য একটি জাতি কে ধ্বংস করেছেন আল্লাহ। সেখানে আমাদের দেশে তা পাঠ্যবইয়ে নিয়ে আসা হয়েছে। আমাদের শিক্ষা মন্ত্রী বলছেন পাঠ্যবইয়ে ওটা তৃতীয় লিঙ্গ হবে। সবখানে বলছেন ট্রান্ড জেন্ডার আর মুখে বলছেন তৃতীয় লিঙ্গ তা জাতি মানবে না। এ কারিকুলাম ধর্মীয় অনুভূতি অনুযায়ী তৈরি করতে যদি রক্ত দিতে হয় তবে আমরা তাও দিতে রাজি আছি।
অপর বক্তব্যে বক্তাগণ বলেন, নতুন কারিকুলাম অসঙ্গত দূরীকরণ করতে হবে। পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রনয়ণ করতে হবে।
সর্বশেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারকৃত শিক্ষক আসিফ মাহাতাব কে পূর্ণ বহলের দাবি জানান বক্তাগণ।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি মু. জহিরুল ইসলাম ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর, সহ- সভাপতি মু. আইয়ুব আনছারী যুব আন্দোলন বরিশাল জেলা, কাওসারুল ইসলাম, মাহমুদুল হাসান, মাহমুদ মোস্তফা সহ শত মুসল্লীগণ।