বরিশাল প্রতিনিধি : এসএসসি ‘পরীক্ষার সেন্টার’ দেয়া হবে আগামী বছর। আর ‘বেগম আজিমুন নেছা খান কলেজ’ এর অনুমোদন দেয়া হবে শীঘ্রই। সেজন্য যত দ্রুত সম্ভব আপনাদেরও নিয়মানুযায়ী সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রধান অতিথি বক্তব্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে’ উপস্থিত শত শত শিক্ষার্থীর উদ্দেশ্যে ওই কথা বলেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর গ্রামে অবস্থিত ‘আলহাজ্ব আবদুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবদুর রশীদ খান।
আলহাজ্ব আবদুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক প্রফেসর ড. লিয়াকত হোসেন, বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুল হক আক্কাস, বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, কে এম শহিদুল্লাহ, মো. ইউনুস মিয়া, মো. হাবিবুর রহমান টিপু, ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুজ্জামান খসরু, মোমেন সিকদার, হাজী মো. সাখাওয়াত হোসেন মনির ও ইনসান আলী বাবু সহ বরিশাল সদর জেনারেল হাসপাতাল প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, মাদারীপুর আছমত আলী পান হাসপাতাল ম্যানেজিং ডিরেক্টর ডা. আলী আকবর, বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বীথিকা সরকার, বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, বরিশাল সদর সহকারী শিক্ষা অফিসার মোসা. নাসরিন আকতার, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল হক ও চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এম ইসরাইল পণ্ডিত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুরাইয়া পারভীন ও আলহাজ্ব আব্দুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস এম গোলাম মোস্তফা সহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।