স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগে ক্রমশ বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৪৫ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৩৪৬ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
রবিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ৬৭ জন।
এছাড়া জেলার বিভিন্ন রয়েছে ৪৭ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০, জেলার বিভিন্ন হাসপাতালে ৩২, ভোলায় ৩২, পিরোজপুরে ৪৬, বরগুনায় ৭৫ ও ঝালকাঠিতে ৭ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪ হাজার ৬০১ জন আর ছাড়পত্র নিয়েছে ১৩ হাজার ৬৩৭ জন।
এদিকে বিভাগে গত ২৪ ঘন্টায় চার জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরনকারীরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার আ. ছাত্তার (৮৫) ও মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ব্রজেশ্বর মণ্ডল (৬৫) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেলাল (২৫) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ও পটুয়াখালীর দুমকি উপজেলা দক্ষিণ মুরাদিয়া এলাকার মো. আজিজ (৬০) পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘন্টায় বিভাগে চার জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।
তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে।